‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ (১৫ ফেব্রুয়ারি, শনিবার) ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে।
গুরুতর অসুস্থ অবস্থায় প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হন এবং এরপর দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাকে আজ সকালে মৃত ঘোষণা করেন।


প্রতুল মুখোপাধ্যায়ের জীবন ও সংগীতযাত্রা
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় তিনি সপরিবার ভারতে চলে যান। ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা গানে সুর দিতেন ও গাইতেন। তার বহু গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও কালজয়ী সৃষ্টি ‘আমি বাংলায় গান গাই’।
তার সংগীত জীবনে তিনি বহু জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য: পাথরে পাথরে নাচে আগুন
যেতে হবে, ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক, হযবরল, দুই কানুর উপাখ্যান, আঁধার নামে।
প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে সংগীতজগতে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। তার গান বাঙালির আবেগ, প্রতিবাদ ও ভালোবাসার প্রতিচিত্র হয়ে থাকবে। তার সৃষ্টিগুলো সামাজিক ও রাজনৈতিক চেতনাবোধের প্রতিফলন ঘটিয়েছে, যা তাকে বাংলা গানের এক অবিস্মরণীয় চরিত্র করে তুলেছে।
সংগীতপ্রেমীরা তাকে চিরকাল ‘আমি বাংলায় গান গাই’ গানের মাধ্যমে স্মরণ করবেন। তার প্রয়াণে বাংলা সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।