ভালোবাসা দিবসে মুক্তি দুটি রোমান্টিক সিনেমা: ‘জলে জ্বলে তারা’ ও ‘ময়না’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি নতুন রোমান্টিক সিনেমা—‘জলে জ্বলে তারা’ ও ‘ময়না’।

অরুণ চৌধুরী নির্মিত এই সিনেমার কেন্দ্রবিন্দু একটি সামাজিক ও পারিবারিক গল্প, যেখানে প্রধান চরিত্র ‘তারা’—একটি সার্কাসকন্যা, যার জীবন সংগ্রাম এবং ভালোবাসার এক বিশেষ গল্প তুলে ধরা হয়েছে। এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি মল, সনি স্কয়ার, চট্টগ্রামের বালি আর্কেড, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আজ থেকে মুক্তি পাচ্ছে।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে শুটিং হয়। এর দুটি গান—‘তোকেই ভালোবাসি’ ও আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, এবং কুমার বিশ্বজিৎ।

মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে নির্মিত এই সিনেমা নারীকেন্দ্রিক এবং গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজ রিপা, যিনি এই সিনেমার মাধ্যমে একক নায়িকা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। তাঁর বিপরীতে অভিনয় করছেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল, ও আরেফিন জিলানী।
সিনেমাটি ঢাকার লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা সহ ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

Nagad

উল্লেখযোগ্য যে, ‘ময়না’ সিনেমাটি দিয়ে রাজ রিপা তার অভিনয় জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন। তিনি সিনেমাটি নিয়ে বলেন, “অবশেষে আমার প্রত্যাশিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন।”
দর্শকদের কাছে ‘ময়না’ একটি বিশেষ উপহার হবে বলে আশা করেন তিনি।

এ দুটি সিনেমা দেখতে দর্শকরা আজ থেকেই প্রেক্ষাগৃহে যেতে পারবেন এবং ভালোবাসা দিবসে সিনেমা প্রেমীদের জন্য নতুন রোমান্টিক গল্পের ভুবনে যেতে পারবেন।