মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।”


শোবিজ অঙ্গনের অনেকেই সানীর মৃত্যু সংবাদ জানালেও তার মৃত্যুর কারণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
শাহবাজ সানী প্রথম অভিনয়ে আসেন ইমরাউল রাফাতের নির্মিত নাটক ‘কাছে আশার পর’ দিয়ে। শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও পরে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর জনপ্রিয়তা পান একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘চরের মাস্টার’‘বিফলে মূল্য ফেরত’‘ট্রাভেল শো’‘মহব্বত’।
অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।