উত্তরায় তরুণ-তরুণীকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল, আটক ২
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে এক তরুণ-তরুণীকে কুপিয়ে জখম করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক তরুণ-তরুণীকে কুপিয়ে জখমের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে এবং তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ওই তরুণ-তরুণীকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। তখন তারা চিৎকার করে আত্মরক্ষার চেষ্টা করেন, এমনকি ওই নারী হামলাকারীদের সামনে হাতজোড় করে মাফও চান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এক প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রাইভেট কারের চালক ও তার সঙ্গী গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে আহত করেন।
এ সময় স্থানীয় জনতা হামলাকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। হামলাকারীদের মধ্যে মোবারক হোসেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং বর্তমানে টঙ্গী পূর্ব থানার এলাকায় ভাড়া থাকেন। অপর অভিযুক্ত রবি রায় টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকার বাসিন্দা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।