চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় হার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে রোববার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান তামিম ৬ রান করে দ্রুত ফিরে গেলে চাপ তৈরি হয় দলটির ওপর। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ১২ রান করে বিদায় নেন। তবে আরেক ওপেনার সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩৮ বলে ৩৫ রান করে রান আউটের শিকার হন তিনি।

মিডল অর্ডারে মেহেদি হাসান মিরাজ একমাত্র ব্যাটার হিসেবে লড়াই করেন। ৫৩ বলে ৪৪ রান করে তিনিও ফিরলে ব্যাটিং লাইনআপের ভরাডুবি হয়। এরপর মুশফিকুর রহিম, জাকের আলিরা ব্যর্থ হন, ফলে দেড়শর আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

তবে শেষদিকে তানজিম সাকিব (২৭ বলে ৩০) ও নাসুম আহমেদ (১৫) দলের স্কোর দুইশ পার করতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

স্বল্প পুঁজি নিয়েও বোলিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। নতুন বলে আঁটসাঁট বোলিং করে প্রথম পাওয়ার প্লেতেই দুই উইকেট তুলে নেয় টাইগাররা। ১০ ওভারে পাকিস্তান ‘এ’ দল করতে পারে মাত্র ৪২ রান।

এরপর ১০০ রানের আগেই আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশি বোলাররা। ফলে মাত্র ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান ‘এ’ দল।

Nagad