সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুল গ্রেপ্তার
রাজধানী থেকে সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাকে রাজধানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলম বুলবুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


জাহাঙ্গীর আলম বুলবুলের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এক সময় তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। পরে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০২৩ সালের ২৮ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।