মোবাইল অপারেটরদের নতুন তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
চলতি অর্থবছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে নিলামের আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় স্পেকট্রাম বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


বিটিআরসি চেয়ারম্যান জানান, সাতশ মেগাহার্টজ তরঙ্গের মধ্যে ২৫ মেগাহার্টজ তরঙ্গ অপারেটরদের বরাদ্দ দেয়া হবে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের গ্রাহকরা আরও উন্নত নেটওয়ার্ক সুবিধা পাবেন। ফলে কল ড্রপ কমবে এবং নেটওয়ার্ক সমস্যাও দূর হবে বলে তিনি আশাবাদী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একেক দেশের চাহিদা এবং সরবরাহ একেক রকম হয়ে থাকে। বাংলাদেশের তরঙ্গের মূল্য স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।”
তিনি আরও জানান, তিন দিনের সিম্পোজিয়ামে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) এর গাইডলাইন অনুসারে ভবিষ্যৎ তরঙ্গ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।