‘দেশ অস্থিতিশীল করলে আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব’
আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে কড়া অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ঘুম হারাম করে দেবো। তারা কোথাও কোনো স্থান পাবে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ব্যবহার করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “আমরা কোনো অবস্থাতেই এটি হতে দেবো না। যে কোনোভাবে এটি প্রতিহত করবো।
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল থেকে টহল বাড়ানো হবে। যদি বাহিনী যথাযথভাবে কাজ না করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এবং সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এটা প্রথমবার নয়। আমি যে দায়িত্ব নিয়েছি, সেটি উন্নত করাই আমার কাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আরও হবে।
ডেভিল হান্ট অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। হয়তো সংখ্যা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি, তবে অভিযান অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।