ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, আতঙ্কে মসজিদে মাইকিং
রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তির মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত সতর্কতার ঘোষণা দেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আশপাশের দোকানে ভয়ভীতি দেখায়, ফলে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন।


স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে সতর্কতা ঘোষণা করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। তবে দলটি কোনো হামলা বা আঘাত না করে কিছুক্ষণ অবস্থানের পর রায়েরবাজারের দিকে চলে যায়।
হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দলটি চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এলাকাবাসী দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।