লা লিগায় উত্তেজনা, বার্সাকে হারিয়ে দাপুটে জয় রিয়াল মাদ্রিদের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখলের লড়াই তীব্র হচ্ছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ শীর্ষ তিনে জায়গা ধরে রাখার প্রতিযোগিতায় আছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জিরোনাকে ২-০ গোলে হারিয়ে বর্তমান শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে সমান ৫৪ পয়েন্টে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সাই শীর্ষে আছে।

টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর রিয়াল এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচের ৪১ মিনিটে লুকা মদ্রিচ দূরপাল্লার দুর্দান্ত ভলিতে রিয়ালকে এগিয়ে নেন। এরপর ৮৩ মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়র ব্যবধান দ্বিগুণ করেন।

বার্সেলোনা – ২৫ ম্যাচ, ৫৪ পয়েন্ট, রিয়াল মাদ্রিদ – ২৫ ম্যাচ, ৫৪ পয়েন্ট, অ্যাতলেতিকো মাদ্রিদ – ২৫ ম্যাচ, ৫৩ পয়েন্ট।

আগামী ম্যাচেই বদলে যেতে পারে শীর্ষস্থানের হিসাব। শিরোপার লড়াইয়ে উত্তেজনা আরও বাড়ছে।

Nagad