ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ করা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।


সারজিস আলম বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় দাবি একটি শক্তিশালী রাজনৈতিক দল। আগামী প্রজন্মকে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যা দীর্ঘ লড়াইয়ের ফসল। লাখো ভাই-বোনের রক্তের বিনিময়ে অর্জিত দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটাবে। এ উদ্যোগকে “জুলাই স্পিরিট” ও “৫ আগস্টের স্বপ্ন” বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।
দলের নাম ও মূলনীতি আত্মপ্রকাশের দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।