‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয় যদি স্থানীয় ভোট আগে হয়’
স্থানীয় নির্বাচন আগে হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরোকার। কারণ, স্থানীয় নির্বাচনের জন্য প্রায় এক বছরের মতো সময় প্রয়োজন। তবে নির্বাচন কমিশন ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


ইসি আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর বা পরের বছর জুনে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন। জনগণও ভোট দিতে আগ্রহী। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, যা চলমান রয়েছে। এছাড়া, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও তিনি মন্তব্য করেন।