চলতি বছরেই বাজারে আসবে সুজুকির ইলেকট্রিক স্কুটার, মাইলেজ কত?

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

চলতি বছরেই বাজারে আসবে সুজুকির ইলেকট্রিক স্কুটার। এটি ভারতের অটো এক্সপো ২০২৫-এ সুজুকির প্যাভিলিয়নে সবচেয়ে বেশি আলোচিত ছিল একসেস ইলেট্রিক স্কুটার (Access Electric)। বর্তমানে সুজুকি এই স্কুটারের পেট্রল সংস্করণ বিক্রি করছে, তবে খুব শীঘ্রই বাজারে আসবে এর ইলেকট্রিক সংস্করণ। আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হতে পারে চলতি বছর দুর্গাপুজোর সময়।

অটো এক্সপো ২০২৫-এ সুজুকি ই-অ্যাক্সেস এবং হোন্ডা অ্যাক্টিভা ই, এই দুই স্কুটারই বেশ আলোচিত হয়েছে। দুই জাপানি কোম্পানির জনপ্রিয় স্কুটারের ইলেকট্রিক সংস্করণ বাজারে আসলে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে।

সুজুকি অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারের বৈশিষ্ট্য:

LED লাইটিং: আধুনিক লুক এবং উচ্চতর ভিজিবিলিটি
গতি: সর্বোচ্চ ৭১ কিমি/ঘণ্টা
ব্যাটারি: ৩.০৭ কিলোওয়াট আওয়ার ফিক্সড ব্যাটারি, যা একবার চার্জে ৯৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম
মোটর: ৪.১ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর, ১৫ এনএম টর্ক
চার্জিং: ০-৮০% চার্জ হতে ৫ ঘণ্টা সময়
ব্রেকিং সিস্টেম: সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক
সাসপেনশন: উন্নত ভারসাম্য প্রদানকারী টেলিস্কপিক সাসপেনশন

এই স্কুটার বাজারে আসলে সরাসরি প্রতিযোগিতা করবে হোন্ডা অ্যাক্টিভা ই, টিভিএস আইকিউব, বাজাজ চেতক এবং ওলার ইলেকট্রিক স্কুটারের সঙ্গে। সুজুকির ইলেকট্রিক স্কুটারের দাম কেমন হবে তা এখনও জানানো হয়নি, তবে এটি বাজারে নতুন দিক উন্মোচন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

Nagad