সেহরির রান্নার জন্য চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৬
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সেহরির সময় বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।
রোববার (৯ মার্চ) ভোরে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বাকি দুজন চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।


দগ্ধদের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তাঁর স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) এবং ছোট ছেলে মঈন (১৮) রয়েছেন। তাঁদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১)। তাঁদের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবারের স্বজনদের ধারণা, গ্যাস লাইন লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুনে রান্নাঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্রও পুড়ে যায়। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়েছে।