নারী দিবসে জ্যাকুলিনের চমক: প্রথমবার গাইলেন বাংলা গান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৫

বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ নারী দিবসে প্রথমবারের মতো বাংলা গানে কণ্ঠ দিয়ে চমক দেখিয়েছেন। ‘আমি কাফি’ শিরোনামের এই গানটি এসভিএফ মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে, যা ‘স্টর্মরাইডার’ গানের বাংলা সংস্করণ। গানটিতে জ্যাকুলিনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অমৃতা সেন ও সিজি।

জ্যাকুলিন বলেছেন, বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে তিনি আপ্লুত। এ গানটি আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। মিউজিক ভিডিওতে কলকাতার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদেরও দেখা গেছে। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র এই গানে প্রকাশ পেয়েছে।