ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে টোল ফ্রি হটলাইন চালু করছে সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ জানাতে সরকার দ্রুত টোল ফ্রি হটলাইন চালু করতে যাচ্ছে। আজ রোববার (৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হটলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করবে।

ধর্ষণ ও যৌন হয়রানির মামলার দ্রুত নিষ্পত্তি এবং সুবিচার নিশ্চিত করতে আইন মন্ত্রণালয়ে আলাদা সেল গঠন করতে যাচ্ছে সরকার।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি ডেডিকেটেড সেল গঠন করবে যা হটলাইনের অভিযোগগুলো তদারকি করবে।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে- এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।  এই সরকারের পুরো প্রশাসন এসব মামলায় সুবিচার নিশ্চিত ও সব ধরনের যৌন হয়রানি বন্ধের সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে বদ্ধপরিকর।

মাগুরার ঘটনায় কত দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করবেন, ইতোমধ্যে একটা দাবি উঠেছে ২৪ ঘণ্টার মধ্যে বিচার করতে হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা যত দ্রুত সম্ভব করবো।  ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টা হলো, অনেক সময় দ্রুত বিচার করতে গিয়ে অনেক ক্ষেত্রে অবিচারও হতে পারে।  এজন্য আমরা অর্ধেক সময় কমানোর লক্ষ্য রেখেছি।  কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মাগুরার বিষয়ে সবাই মিলে কাজ করলে তারও অনেক আগে কাজ শেষ করতে পারবো।

Nagad