ডুয়েল সার্টিফায়েড ও মিলিটারি গ্রেড সুরক্ষা নিয়ে এলো ‘অপো এ৫ প্রো’
জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করেছে। অপোভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে এই ডিভাইসের ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ।
‘ডুয়েল সার্টিফিকেশন’ ও টেকসই ডিজাইন:
‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফল হয়েছে। এতে রয়েছে ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ রেটিংস, যা পানি, ধুলাবালি এবং উচ্চ-চাপ থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করে। এছাড়া, ডিভাইসটির ফাইবার গ্লাস লেদার ডিজাইন যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে দক্ষ।


মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স:
‘অপো এ৫ প্রো’ ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্ট সফলভাবে পার করেছে। এতে ব্যবহৃত ডাবল-টেম্পার্ড গ্লাস ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন নিশ্চিত করে। ফ্ল্যাগশিপ-লেভেল ওয়াটারপ্রুফিং ও শক রেজিস্ট্যান্সের সমন্বয়ে এই ডিভাইসটি টেকসইতার নতুন মানদণ্ড তৈরি করেছে।
ক্যামেরা ও ফটোগ্রাফি:
‘অপো এ৫ প্রো’তে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এআই প্রযুক্তি সম্বলিত ফটোগ্রাফি সিস্টেমের মাধ্যমে এটি স্বচ্ছ ও নিখুঁত ছবি তুলতে সক্ষম। ডিভাইসটি আন্ডারওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করে, ফলে ফটোগ্রাফিপ্রেমীরা পানির নিচেও স্পষ্ট ছবি তুলতে পারবেন।
‘আউটডোর মোড’ এবং টেকসই ব্যাটারি:
ঘরের বাইরে কাজ করার সুবিধার জন্য রয়েছে ‘আউটডোর মোড’, যা দ্রুত নেটওয়ার্ক অ্যাক্সেস এবং স্ক্রিন টাইমআউট বৃদ্ধি করে। স্মার্টফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সহ ৫,৮০০ এমএএইচ ব্যাটারি, যা মাত্র ৭৬ মিনিটে পুরোপুরি চার্জ হয়।
শক্তিশালী পারফরম্যান্স:
‘অপো এ৫ প্রো’তে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা র্যাম এক্সপ্যানশন ফিচার সহ নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এছাড়া, ‘কালারওএস ১৫ লাইট’ সিস্টেমের মাধ্যমে ডিভাইসটি দ্রুত এবং স্থিতিশীল পারফরম্যান্স প্রদান করে।
মূল্য ও প্রি-অর্ডার অফার:
‘অপো এ৫ প্রো’ (৮ জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এর প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। প্রি-অর্ডারকারী ক্রেতারা পাবেন একটি পোর্টেবল মিনি স্পিকার এবং অপো সুপার শিল্ড কার্ড, যা ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের লিকুয়িড ও দুর্ঘটনাজনিত ক্ষতির নিরাপত্তা নিশ্চিত করবে।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।”