আকস্মিক ভোরে রাজধানীর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আজ ভোরে আকস্মিকভাবে তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারিতেও ভোরে আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা।

হঠাৎ এই পরিদর্শনের কারণে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।