টয়লেটে লুকিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা, সাভারে গ্রেপ্তার

সাভার সংবাদদাতা:সাভার সংবাদদাতা:
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সংগৃহীত ছবি

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শেখ সাঈদ (৪৫)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে শেখ সাঈদ টয়লেটে লুকানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার এড়াতে পারেননি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা এবং লেগুনায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

আজ সোমবার ভোরে শেখ সাঈদকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।