প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন অর্থনীতিবিদ আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

ড. আনিসুজ্জামান চৌধুরী একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক। অর্থনৈতিক উন্নয়ন ও নীতি বিশ্লেষণে তার দক্ষতা আন্তর্জাতিক পরিসরেও প্রশংসিত। তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া, তিনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপদেষ্টাকে সহায়তা করতে তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

বিশেষ সহকারী পদে থাকাকালীন আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Nagad