হাতিরঝিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৬ মাদকাসক্ত আটক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সংগৃহীত ছবি

হাতিরঝিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জন মাদকাসক্ত ও মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় হাতিরঝিল মধুবাগ ব্রিজের পশ্চিমপাশে তাদের জড়ো করে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, আটককৃতরা ঝিলের পাশে বসে মাদক গ্রহণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তিনি আরও বলেন, এসব মাদকাসক্তরাই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা, বাসাবো ও রামপুরা এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় মাদকাসক্তদের তৎপরতা বাড়ছে বলে অভিযোগ রয়েছে।