বনানীতে নারী পোশাক শ্রমিক নিহত: চালক গ্রেপ্তার, গাড়ির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় জড়িত ট্রাক চালক টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। সোমবার রাতে রাজধানীর তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক পিকআপটি জব্দ করার পর চালককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এদিকে, দুর্ঘটনায় সম্পৃক্ত গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সানাউল হক স্বাক্ষরিত এক পত্রে গাড়ির মালিককে মোটরযানটির যাবতীয় কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় গাড়ির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


সোমবার সকালে বনানীর চেয়ারম্যানবাড়ী ইউটার্নে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান দুই নারী পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয় এবং অপরজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে সাত ঘণ্টা বনানী চেয়ারম্যানবাড়ী থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়ক অবরোধ থাকায় বনানী-মহাখালী, মগবাজার, গুলশান ও উত্তরাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির পিকআপ ভ্যানটি তাদের চাপা দিয়ে চলে যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১টা ৩০ মিনিটে আন্দোলন প্রত্যাহার করে সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, শ্রমিকরা তিনটি দাবি জানিয়েছিলেন। দাবিগুলো পূরণের আশ্বাস পাওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করেন।