রাজধানীর থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৫

রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম (২৩) নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। পরে হামলাকারীসহ চার যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, রাত ২টার কিছু আগে এক যুবক থানায় এসে দাবি করে, এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের এ বিষয়ে জানার কথা উল্লেখ করে সে ডিউটি অফিসারের কাছে যেতে চায়। এসময় ওসি নজরুল ইসলাম তাকে সঙ্গে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যান।

সেখানে যুবকের পরিচয় জানতে চাইলে সে হঠাৎ ওসিকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে এএসআই নাসিরও হামলার শিকার হন, এতে তার একটি আঙুল ভেঙে যায়। সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম বাধা দিলে তার কপালে ঘুষি মেরে ফোলাফোলা করে ফেলে হামলাকারী।

ঘটনার পরপরই পুলিশ হামলাকারী ফাহিমকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে থানার বাইরে থাকা আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। আটক যুবকদের বাড়ি গাজীপুরে।

ওসি নজরুল ইসলাম জানান, ফাহিমকে দেখে তাকে সামান্য মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আহত এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে তার আঙুল ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

Nagad

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।