স্টারটেক থেকে গিগাবাইট মনিটর কিনলেই আকর্ষণীয় উপহার
দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে গিগাবাইটের গেমিং মনিটর কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার।
স্টার টেকের অনলাইন শপ অথবা যেকোনো আউটলেট থেকে GIGABYTE G24F 2 ২৩.৮” 180Hz Full HD IPS Gaming Monitor কিনলে ক্রেতারা একটি Xtrike Me GH-712 RGB Gaming Headphone এবং গিগাবাইটের ব্যাকপ্যাক একদম ফ্রি পাবেন।


এই গেমিং মনিটরটির মূল্য ২৪ হাজার ৫০০ টাকা।
প্রসঙ্গত, স্টার টেক তাদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০০৭ সালের ১ মার্চ যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি দেশব্যাপী ২১টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছে। ল্যাপটপ, কম্পিউটার এক্সেসরিজ, গেমিং গিয়ার, স্মার্ট গ্যাজেটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য এখানে পাওয়া যায়।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টারটেক ডট কম ডট বিডি থেকে পণ্য কিনলে মাসব্যাপী থাকছে নানা ধরনের উপহার জেতার সুযোগ।