ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনকারীরা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম’ নামে একটি সংগঠনের সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। তবে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়।

পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল পাঠিয়ে স্মারকলিপি দিতে বলা হয়।

কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং এক পর্যায়ে একজন পুলিশ সদস্যের ওপর চড়াও হন বলে দাবি পুলিশের। এর জেরে পুলিশ লাঠিচার্জ করে, ফলে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

Nagad

পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে আলোচনায় বসতে দেখা গেছে।