সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ ফের বাড়ল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

ফাইল ছবি

সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ১৩ জানুয়ারি থেকে তাদের এ ক্ষমতার মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছিল, যা ১৪ মার্চ শেষ হওয়ার কথা ছিল। নতুন আদেশ অনুযায়ী, ১৫ মার্চ থেকে পরবর্তী ৬০ দিন তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তাসহ) ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।

এ ক্ষমতা সারাদেশে প্রয়োগ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।