কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবনের নলিয়ানে বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান সুন্দরবন সংলগ্ন বালুর মাঠ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা মো. ইয়াসিন গাজি (২৭) কে ২৮ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংসসহ তাকে হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনে সুন্দরবন সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী রক্ষা, জলদস্যুতা, বনদস্যুতা এবং মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।