গাজীপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৫ মার্চ) সকালে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


এসআই কামরুল হাসান জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ট্রাকটি জব্দের চেষ্টা চলছে।