নারীর প্রতি সহিংসতা: ‘হেল্প অ্যাপে’ জানালেই হবে এফআইআর

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

নারীর প্রতি সহিংসতার ঘটনার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ হিসেবে সরকার সম্প্রতি পুলিশ হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর নতুন দিক হলো, এখন থেকে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা ‘হেল্প অ্যাপে’ লিপিবদ্ধ করলে তা তৎক্ষণাৎ এফআইআর হিসেবে গণ্য হবে।

শনিবার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর বরাত দিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘হেল্প অ্যাপে’ নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তা তৎক্ষণাৎ এফআইআর হিসেবে গণ্য হবে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।

এটি নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবে পুলিশের কার্যক্রম আরও আধুনিকীকরণ করছে। এর আগে, পুলিশের হটলাইন সেবা এবং শর্টকোড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, পুলিশ কমান্ড অ্যাপ তৈরির কাজ চলছে, যার মাধ্যমে অভিযোগ ব্যবস্থাপনা, নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড এবং অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) জমা দেওয়া যাবে।

এ উদ্যোগ নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় পুলিশের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে সহায়ক হবে।

Nagad