প্রেমিকার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমির খানের
বলিউডের কিং খান আমির খান দীর্ঘ দিন ধরে চলা জল্পনা অবশেষে সমাপ্তি ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন তার প্রেমের সম্পর্ক নিয়ে। সম্প্রতি, আমির খান ঘোষণা করেছেন, তিনি গত ১৮ মাস ধরে বেঙ্গালুরুর গৌরী স্প্রাটের সঙ্গে প্রেম করছেন।
আমির জানিয়েছেন, ২৫ বছর আগে তাদের পরিচয় হয় এবং গত দেড় বছর ধরে তাদের সম্পর্কটি আরও গভীর হয়েছে। তিনি বলেন, “আমরা মনস্থির করেছি, এবার জনসমক্ষে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলার সময় এসেছে। ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি এবং এখন আর কিছুই লুকাতে হবে না।”


গৌরীকে তার ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন আমির। তবে গৌরী এসবের সঙ্গে তেমন অভ্যস্ত নন, তাই আমির তাকে কিছুটা প্রস্তুত করতে সময় নিয়েছেন।
এ প্রসঙ্গে আমির বলেন, “আমি আগেই বুঝে গিয়েছিলাম, আমার প্রেমিকা গৌরীকে এক ঝলক দেখার জন্য তার ভক্তরা উদগ্রীব হবে। এজন্য তার নিরাপত্তার কথা চিন্তা করে আমি একজন দেহরক্ষী নিয়োগ করেছি। তবে এটি শুধু আমার মনের শান্তির জন্য।”
অভিনেতা আরও জানান, তিনি গৌরীকে প্রথমে শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন, তারপর অন্যান্যদের জানান।
গৌরী স্প্রাট বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। গৌরীর মায়ের একটি বিউটি সেলুন রয়েছে বেঙ্গালুরুতে, এবং তিনি নিজেও মুম্বাইতে একটি বিউটি সেলুন পরিচালনা করেন। গৌরী ছয় বছরের এক সন্তানের মা।
এখন সবার মনে একটাই প্রশ্ন— আমির গৌরীর সঙ্গে কি শীঘ্রই গাঁটছড়া বাঁধবেন? নাকি এইভাবেই কাটিয়ে দেবেন বাকি জীবন?