মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো জামায়াত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দলটির আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, “মাগুরার শিশু …র পরিবার নিতান্তই অসহায়। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিচ্ছে।”

তিনি আরও জানান, পরিবারের সদস্যদের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে এবং সকলের দোয়া কামনা করেছেন যেন তারা যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে, শনিবার (১৫ মার্চ) সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে শিশুটির বাড়ি পরিদর্শন করেন। পরে তিনি সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুটির রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, আমরা শিশুটির হত্যার দ্রুত বিচার চাই। আমাদের সমাজে অপসংস্কৃতি বাড়ছে, যা নানা ধরনের সামাজিক অসঙ্গতির জন্ম দিচ্ছে। এসব বন্ধ করতে হবে, জামায়াতে ইসলামী সবসময় নৈরাজ্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে।

Nagad