সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়, নাম হলো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
নামকরণ নিয়ে বিতর্ক, শেষে ঐকমত্য
নতুন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। প্রতিনিধিদের মধ্যে ১৭ জন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামের পক্ষে মত দেন। তবে অন্য অংশের শিক্ষার্থীরা ‘ফেডারেল ইউনিভার্সিটি’ নামকরণের প্রস্তাব দেন। তাদের যুক্তি ছিল, ঢাকা কলেজের পুরোনো নাম ছিল ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, তাই একই ধরনের নাম বিভ্রান্তি তৈরি করতে পারে।


ইউজিসি শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনার সুযোগ দেয় এবং শেষ পর্যন্ত আলোচনা শেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটিই চূড়ান্ত করা হয়।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ
গত ১৩ মার্চ ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে আলোচনা করার ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ইউজিসির চেয়ারম্যানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করার পাশাপাশি বিভিন্ন কাঠামোগত বিষয়ে আলোচনা হয়।