এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ মার্চ) প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন প্রত্যাহারের পর এ আদেশ দেন। এর ফলে মামলার বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার ওমর ফারুক ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।

এর আগে, ২০২২ সালের ১৫ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহ পরান থানায় মামলা করেন।

পরবর্তীতে ২০২০ সালের ৩ ডিসেম্বর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

Nagad

হাইকোর্টের নির্দেশনার পর এবার আপিল বিভাগের সিদ্ধান্তের ফলে মামলার বিচার দ্রুত নিষ্পত্তির পথ সুগম হলো।