টিকা কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাত: দুদকের তদন্তে সালমান এফ রহমান
দুর্নীতি দমন কমিশন (দুদক) করোনাভাইরাসের টিকা কেনার নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।
সোমবার (১৭ মার্চ) দুদক প্রধান কার্যালয়ে এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা। তবে প্রকৃতপক্ষে ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছিল, বাকি ২২ হাজার কোটি টাকা সালমান ও তার সিন্ডিকেট আত্মসাৎ করেছেন।


গত বছরের ১৯ ডিসেম্বর সালমান এফ রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করেছিল। এর পরপরই ৫ আগস্ট সরকার পতনের এক সপ্তাহ পর ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় ঢাকার সদরঘাট থেকে তাকে ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, করোনার ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আমলাতন্ত্রের অন্যান্যদের নেতৃত্বে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। সিন্ডিকেটের তালিকায় সালমান ও জাহিদ মালেক ছাড়াও তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (ডিএমআরসি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউসের নাম রয়েছে।