ইসরায়েলি হামলায় গাজার প্রধানমন্ত্রী ইসাম দা’আলিসের মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ফিলিস্তিনের গাজার ‘ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী’ ইসাম দা’আলিস ইসরায়েলের এক হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজায় ইসরায়েলি বাহিনীর এই হামলায় আরও চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বিস্তৃত অভিযানের অংশ হিসেবে তারা গাজার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হামাসের চারজন শীর্ষ কর্মকর্তাকে ‘টার্গেট করে’ হত্যা করেছে। নিহতদের মধ্যে ইসাম দা’আলিস ছাড়াও হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান রয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে রৌহি মুশতাহার নিহত হওয়ার পর ইসাম দা’আলিস হামাসের ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ভাষ্য, দা’আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

ইসরায়েল বলছে, এই হামলার লক্ষ্য হলো হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা। এমনকি, দখলদার দেশটি হুমকি দিয়ে আরও বলেছে, যদি তাদের জিম্মিদের হামাস ছেড়ে না দেয়, তাহলে গাজায় এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Nagad