ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীদের বিক্ষোভ: ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধের দাবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীরা গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য ট্রাম্প প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা-পশ্চিমতীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবি জানান।

এই বিক্ষোভের সময় আন্দোলনকারীরা কেফিয়েহ (ফিলিস্তিনি স্কার্ফ) পরিধান করেছিলেন এবং নানা প্ল্যাকার্ডে স্লোগান দেন—‘ইসরায়েলে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ কর’, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই’, ‘যুক্তরাষ্ট্রের পাঠানো বোমায় নিহত হচ্ছে ফিলিস্তিনিরা’ ইত্যাদি।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গাজায় সামরিক অভিযান নতুন করে শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যা ৪০০ ফিলিস্তিনির মৃত্যুর কারণ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলা কেবল ‘শুরু মাত্র’, ভবিষ্যতে হামাসের সঙ্গে সমস্ত আলোচনা যুদ্ধের মধ্যে হবে।