ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত, গাজায় তিন দিনে ৬০০ ফিলিস্তিনি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। গত তিন দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর থেকে নতুন করে ৮৫ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই সংঘাতে প্রাণ হারিয়েছে ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫০ জনেরও বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানি প্রায় ৫০ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মানবিক বিপর্যয়ের এই পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ৫৯০ জনের বেশি নিহত হয়েছে। বেসামরিক স্থাপনায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের অবরোধের জবাবে হামাসের তেল আবিবে রকেট হামলা
গাজায় ইসরায়েলের নতুন করে চালানো স্থল ও বিমান হামলার প্রতিশোধে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার (২০ মার্চ) চালানো এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাতে তাদের স্থল অভিযান চলছে। এছাড়া বেইত লাহিয়া ও কেন্দ্রীয় এলাকায় সেনারা অগ্রসর হচ্ছে। পাশাপাশি, গাজা উপত্যকার উত্তর-দক্ষিণ চলাচলের প্রধান পথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

Nagad