নতুন গান নিয়ে আসছেন খায়রুল ওয়াসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

সময়ের আলোচিত কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি এবার নিয়ে আসছেন নতুন গান ‘হাবুডুবু’, যেখানে উঠে এসেছে অসময়ের প্রেমের গল্প। গানটির কথা, সুর এবং কণ্ঠ দিয়েছেন ওয়াসি নিজেই, আর সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন।

গানটি মিক্সিং ও মাস্টারিং করেছেন এম এ রহমান। ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রণমী, জেরি ও খায়রুল ওয়াসি।

নতুন গান প্রসঙ্গে ওয়াসি বলেন, লাখো তরুণের মনের কথা তুলে ধরেছি ‘হাবুডুবু’ গানে। জীবনের প্রেম-ভালোবাসার নানা মুহূর্তের প্রতিচ্ছবি এতে পাওয়া যাবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘হাবুডুবু’র ভিডিও। একই সঙ্গে গানটি শোনা যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।