নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না। বরং, আওয়ামী লীগের গণহত্যা, গুম ও অপরাধের বিচার করার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২২ মার্চ) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এনসিপির আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। তাদের অপরাধের বিচার করেই দলটিকে নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেন, পৃথিবীতে কোথাও এমন নজির নেই, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনের সুযোগ দেওয়া হয়।

এনসিপি নেতা বলেন, আমরা আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন হতে দেব না। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। তিনি সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বলেছিলেন যে, আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে, সেগুলো পুনর্গঠন করতে হবে।

সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।