উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, ঈদে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আজকের সভায় মূলত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষভাবে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
এছাড়া, তিনি জানান, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ নির্বিঘ্ন করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে এবং বস্তি ও আবাসিক হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হবে।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একগুচ্ছ নির্দেশমালা জারি করা হয়েছে। এসব পদক্ষেপে সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় Joint Operation Center-এর সঙ্গে যোগাযোগ রাখবে।
এছাড়া, যানজট নিয়ন্ত্রণে যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোলপ্লাজায় দ্রুত টোল আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মহাসড়ক ও নৌ-রুটে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।