ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক। নির্বাচন কমিশন এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে, রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হতে হবে।

প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সংস্কার কমিশনের সুপারিশসহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং অধিকাংশ দল সংস্কারের পক্ষে মত দিয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সম্মতি নিয়ে ‘জুলাই চার্টার’ চূড়ান্ত করা হবে।

দ্রব্যমূল্য ও বিদ্যুৎ পরিস্থিতি
প্রধান উপদেষ্টা বলেন, এ বছর রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় জনগণ স্বস্তি পেয়েছে এবং এই স্থিতিশীলতা ধরে রাখতে সরকার কাজ করে যাবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল, যা সফলভাবে মোকাবিলা করা হয়েছে বলে জানান তিনি।

শেষে প্রধান উপদেষ্টা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Nagad