আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালের এ রায় দেন।


রায়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয়েছে।
ইশরাকের আইনজীবী রফিকুল ইসলাম জানান, অনিয়ম ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করা হয়েছিল। আদালত রায়ে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন।
রায়ের পর ইশরাক বলেন, ন্যায়বিচার পেয়েছি। শপথ গ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ২০২০ সালের ৩ মার্চ তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ আটজনকে বিবাদী করে মামলা করেছিলেন ইশরাক হোসেন।