গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০, খাদ্য সংকটে লাখো ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। এর ফলে, গত ছয় মাসে নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় আর মাত্র দুই সপ্তাহের জন্য খাদ্য মজুত রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) সতর্ক করেছে যে, হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে।


সারা মুসলিম বিশ্ব যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন গাজায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। গাজার মধ্যাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ৫০,২০৮ জন ফিলিস্তিনি নিহত ও ১,১৩,৯১০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ আটকা পড়ে আছে, যা নিহতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি হতে পারে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করেনি। ফলে, খাদ্য ও ওষুধের সংকট চরমে পৌঁছেছে।
গাজার মানুষ একদিকে ইসরায়েলি আগ্রাসনের শিকার, অন্যদিকে চরম খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের মুখে।