ম্যানসিটির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেমিফাইনালে চেলসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

নারীদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলো চেলসি। প্রথম লেগে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।

চেলসির দুর্দান্ত প্রত্যাবর্তন
ম্যাচের ১৪তম মিনিটে চেলসি প্রথম গোলের দেখা পায়। লুসি ব্রোঞ্জের শট পোস্টে লেগে ফিরে আসলে সেই ফিরতি বল জালে পাঠান স্যান্ডি বাল্টিমোর। এরপর ৩৮তম মিনিটে কর্নার থেকে নাথালি বিইর্নের নিখুঁত হেড গোলরক্ষক কিয়ারা কিটিংকে পরাস্ত করে স্কোরলাইন ২-০ করে দেয়।

প্রথমার্ধ শেষ হওয়ার ৪৩তম মিনিটে চেলসির জয় নিশ্চিত করেন মায়রা রামিরেজ। লরেন জেমসের নিখুঁত ক্রস থেকে কাছ থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ বার্সেলোনা
এই মাসেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে চেলসি। লিগ কাপ ফাইনাল ও উইমেন্স সুপার লিগে জয় পাওয়ার পর এবার ইউরোপীয় আসরেও বড় জয় তুলে নিলো তারা।

সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, যারা ভিএফএল ওলফসবুর্গকে ৬-১ গোলে বিধ্বস্ত করে মোট ১০-২ ব্যবধানে শেষ চারে জায়গা করে নিয়েছে। এখন ইউরোপসেরা হওয়ার দৌড়ে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে।

Nagad