স্টারলিংকে যুক্ত হওয়া ইউনূস সরকারের সেরা সিদ্ধান্ত: রাষ্ট্রদূত মুশফিক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

ফাইল ছবি

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের চুক্তি সময়ের অন্যতম সেরা পদক্ষেপ বলে মনে করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মুশফিক বলেন, স্টারলিংকের সঙ্গে চুক্তির ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অগ্রসর প্রযুক্তির সঙ্গে সংযুক্ত হবে, যা ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও দৃঢ় করবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দ্য ডিপ্লোম্যাটে মোবাশ্বার হাসানের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালু হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্টারলিংকের সঙ্গে চুক্তির মূল লক্ষ্য অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। এ চুক্তির মাধ্যমে—

বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে, ফ্রিল্যান্সাররা উন্নতমানের ইন্টারনেট সুবিধা পাবেন, আউটসোর্সিং কোম্পানিগুলোর সঙ্গে কাজের সুযোগ বৃদ্ধি পাবে।

রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, এ চুক্তি শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, কূটনৈতিকভাবেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।

Nagad