ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, থাই মন্ত্রী বিমানবন্দরে স্বাগত জানান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ব্যাংককের সুবার্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার একটি বৈঠক হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) জোটের সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান। এবারের সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সম্মেলন শেষে আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

Nagad