আজ থেকে শুরু বিনিয়োগ সম্মেলন, অংশ নিচ্ছেন ৬০০ বিনিয়োগকারী
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে আজ (রোববার, ৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে আয়োজন করা এ সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের ৬০০-এর বেশি শীর্ষ বিনিয়োগকারী।
রোববার সকালে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।


সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে পাঁচজনকে পুরস্কৃত করা হবে। এছাড়া একজন বিনিয়োগকারীকে সম্মানসূচক বাংলাদেশি নাগরিকত্ব (সিটিজেনশিপ অফার) দেওয়ার ঘোষণাও দিয়েছে বিডা।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এই সামিটের মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’–এর রূপরেখা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে। একইসঙ্গে জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার ও স্থিতিশীলতা সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের ধারণা দেওয়া হবে।
তিনি বলেন, আমরা এত সাড়া পেয়েছি যে, সবার জন্য জায়গা দিতে পারছি না। শুধুমাত্র বিদেশি যারা ফ্লাইটে করে আসছেন, তাদের জন্য স্পেস বরাদ্দ করছি। দেশীয় বিনিয়োগকারীদের কিছুটা সীমাবদ্ধতার জন্য আমি দুঃখিত, তবে এটা আমাদের জন্য বড় অর্জন।
সম্মেলনের মূল উদ্দেশ্য:বিদেশি বিনিয়োগকারীদের সাথে দীর্ঘমেয়াদি সংযোগ গড়ে তোলা, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগ পরিবেশে ইতিবাচক বার্তা দেওয়া, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাব মোকাবেলায় করণীয় তুলে ধরা।
চৌধুরী আশিক মাহমুদ আরও বলেন, শুল্কহার বৃদ্ধির বিষয়টি বৈশ্বিক প্রভাব ফেলছে। তবে আমরা আতঙ্কিত নই। বাংলাদেশ ওভারকাম করার চেষ্টা করছে।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন এবং শিল্পখাতে সহিংসতার পর বিনিয়োগ পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়। এই প্রেক্ষাপটেই অন্তর্বর্তীকালীন সরকার আয়োজন করেছে বিনিয়োগ সম্মেলনের, যার মাধ্যমে বাংলাদেশকে একটি বিশ্বস্ত বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।