‘কনটেন্ট ক্রিয়েটর’কে স্বীকৃত পেশা হিসেবে দেখতে চায় ইউটিউব
‘কনটেন্ট ক্রিয়েটর’কে একটি স্বীকৃত ও আনুষ্ঠানিক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে জানিয়েছে ইউটিউব। ভিডিও নির্মাতারা যেসব সামাজিক মাধ্যমে কাজ করছেন—বিশেষ করে ইউটিউব—সেই শিল্পকে সহায়তা দিতে সরকারি ও খাতভিত্তিক পর্যায়ে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা বলেছে প্রতিষ্ঠানটি। খবর টেক ক্র্যাঞ্চের।
ইউটিউব বলছে, সরকারিভাবে স্বীকৃতি পেলে কনটেন্ট নির্মাতারা অর্থনৈতিক সহায়তা, ব্যাংক ঋণ ও মর্টগেজের মতো সুবিধা সহজে পাবেন। একই সঙ্গে অর্থনৈতিক প্রতিবেদনে তাদের অবদান অন্তর্ভুক্ত করা যাবে এবং তারা সরকারি ও শিল্প সংশ্লিষ্ট নানা প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্টুডিও বা রেকর্ডিং স্পেসে প্রবেশাধিকারসহ অন্যান্য বাস্তব সমস্যারও সমাধান হবে।


এ তথ্য উঠে এসেছে ইউটিউবের প্রথম ‘ক্রিয়েটর কনসালটেশন’ নামক একটি দেশব্যাপী পরামর্শমূলক প্রক্রিয়ায়, যেখানে যুক্তরাজ্যজুড়ে হাজারো ভিডিও নির্মাতার সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা, চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিরূপণ করা হয়েছে। ইউটিউবের দাবি, কনটেন্ট নির্মাতারা যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতিবছর ২ বিলিয়ন পাউন্ডের বেশি অবদান রাখছেন।
এই কনসালটেশনের ভিত্তিতে ইউটিউব সরকারের কাছে কয়েকটি সুপারিশ তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে— ‘ক্রিয়েটরদের জন্য’ আলাদা একজন মন্ত্রী নিয়োগ, শিল্পখাতের মধ্যে আরও প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বৃদ্ধি, অর্থায়নে সহজতর প্রবেশাধিকার, কনটেন্ট নির্মাণ ও অবকাঠামো ব্যবহারে নতুন নিয়ম প্রণয়ন।
গুগল মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছে বলে জানিয়েছে। পাশাপাশি ইউটিউব নিজের উদ্যোগেও কিছু প্রকল্প চালু করেছে, যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন স্কুলের (NFTS) সঙ্গে যৌথভাবে চালু ‘কনটেন্ট ইনকিউবেটর’ প্রোগ্রাম।
ইউটিউব ইউকে ও আয়ারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক অ্যালিসন লোম্যাক বলেন, ‘এই প্রথমবারের মতো এমন একটি কনসালটেশনে যুক্তরাজ্যের হাজার হাজার মেধাবী নির্মাতার অংশগ্রহণ সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই শিল্পটি যে কতটা গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত—তা এই প্রতিবেদন দেখিয়েছে। আমরা এখন নীতিনির্ধারকদের কাছে জোরালো কিছু পদক্ষেপের দাবি জানাচ্ছি, যাতে এই সেক্টর আরও সমৃদ্ধ হতে পারে।’
এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন ‘চিকেন শপ ডেট’ শো-এর সঞ্চালক আমেলিয়া ডিমোলডেনবার্গ। তিনি বলেন, ‘আমাদের উচিত তরুণ কনটেন্ট নির্মাতাদের যাত্রার শুরুতেই যথাযথ দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া, যাতে তারা পেশাদার টিম গড়ে তুলতে পারে এবং তাদের জন্য উপযুক্ত সুযোগ তৈরি হয়।’