ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
সোমবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস জানায়, গাজা সংকটের প্রতিক্রিয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে, যা কেন্দ্রীয় গণবিক্ষোভে রূপ নিতে পারে। এর ফলে যানজট বৃদ্ধি পেতে পারে এবং আন্দোলনকারীরা দূতাবাসের সামনেও অবস্থান নিতে পারেন—এমন আশঙ্কা থেকে এ সতর্কতা জারি করা হয়েছে।


এ পরিস্থিতিতে মার্কিন দূতাবাস বিকেলের জনসেবা সীমিত রাখার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের ভিড় ও বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য রাখা, সর্বদা চার্জযুক্ত মোবাইল ফোন সঙ্গে রাখা এবং জরুরি প্রয়োজনে যোগাযোগ রক্ষা করার পরামর্শও দিয়েছে দূতাবাস।
দূতাবাস সতর্ক করে জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভও হঠাৎ করে সহিংস রূপ নিতে পারে। তাই নিজ নিজ নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকা জরুরি।