‘মার্চ ফর গাজা’র জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী, লাখো মানুষের ঢলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্রতা প্রতিদিনই বেড়েই চলেছে। প্রাণ হারাচ্ছে হাজারো নিরীহ মানুষ। এই মানবিক বিপর্যয়ের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে গণজমায়েতের আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হবে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা। সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

আয়োজকদের দাবি, দেশব্যাপী কয়েক লাখ মানুষ এতে অংশ নেবেন। তাদের মতে, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে ফিলিস্তিন সংকটে সোচ্চার করার পাশাপাশি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হবে।

বিভিন্ন সংগঠনের অংশগ্রহণ
এই কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে মঞ্চ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন ও জেনারেটর বসানোর কাজ সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আওয়াজ পৌঁছাতে উদ্যানে স্থাপন করা হয়েছে ২০০টিরও বেশি মাইক।

সামাজিক মাধ্যমে সাড়া
আয়োজনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি। আলেম, ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেকে নিজেরাও এই সমাবেশে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

Nagad

নির্ধারিত রুটসমূহ
সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু হবে দুপুর ২টায় এবং ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে।

বাংলামোটর → রমনা গেট (শাহবাগ হয়ে)

কাকরাইল মোড় → ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)

জিরো পয়েন্ট → টি.এস.সি গেট (দোয়েল চত্বর হয়ে)

বকশিবাজার মোড় → টি.এস.সি গেট (শহীদ মিনার হয়ে)

নীলক্ষেত মোড় → টি.এস.সি গেট (ভিসি চত্বর হয়ে)

বিশেষ নির্দেশনা
টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

পরীক্ষার্থীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত রাখা হবে।

প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে বলা হয়েছে।

অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনা

১. নিজ দায়িত্বে পানি, ছাতা, মাস্কসহ প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে বলা হয়েছে।
২. শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করতে হবে।
৩. রাজনৈতিক প্রতীক পরিহার করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ও সৃজনশীল প্ল্যাকার্ড বহনের অনুরোধ জানানো হয়েছে।
৪. যেকোনো বিশৃঙ্খলা রোধে সজাগ থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।

রুট পরিবর্তন
প্রাথমিকভাবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চের পরিকল্পনা থাকলেও, তা পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতেই সীমাবদ্ধ রাখা হয়েছে।